×

আন্তর্জাতিক

ভারতে ভূমিধসে নিহত ২৯৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

ভারতে ভূমিধসে নিহত ২৯৫

ছবি: সংগৃহীত

   

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার পার্বত্য জেলা ওয়েনাড়ের কয়েকটি গ্রামে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ। বৃষ্টি ও প্রতিকূলতা উপেক্ষা করেই উদ্ধারকারীদের ৪০টি দল শুক্রবার ভূমিধসে ক্ষতিগ্রস্ত ওয়ানাড় জেলায় অভিযান শুরু করেছে। ১৯০ ফুট দীর্ঘ বেইলি সেতুর কাজ শেষ হওয়ায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান গতি পেয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। 

উদ্ধারকারী এক সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে ডগ স্কোয়াড নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা বিবেচনা করে উদ্ধারকাজের পরিকল্পনা করা হয়েছে। ৪০টি দল ভূমিধসে ক্ষতিগ্রস্ত ছয়টি জোনে তল্লাশি অভিযান চালাবে। জোনগুলো হলো- আট্টমালা ও আরানমালা (প্রথম), মুন্ডাক্কাই (দ্বিতীয়), পুঞ্চিরিমাট্টম (তৃতীয়), ভেল্লারিমালা গ্রাম (চতুর্থ), জিভিএইচএসএস ভেল্লারিমালা (পঞ্চম) এবং নদীর তীর (ষষ্ঠ)। এই উদ্ধার কাজে সেনাবাহিনী, এনডিআরএফ, ডিএসজি, উপকূলরক্ষী বাহিনী, নৌসেনা এবং এমইজির কর্মী, তিনজন স্থানীয় এবং বন দপ্তরের এক কর্মী থাকবেন। পাশাপাশি, উদ্ধার পরিকল্পনা অনুসারে চালিয়ার নদীতে ত্রিমুখী অনুসন্ধান অভিযান শুরু হবে।

চালিয়ারের ৪০ কিলোমিটার এলাকা বরাবর আটটি পুলিশ স্টেশন স্থানীয় সাঁতার বিশেষজ্ঞদের সঙ্গে মিলে নদীর ভাটিতে ভেসে আসা বা নদীর তীরে আটকে পড়া মৃতদেহের সন্ধানে তল্লাশি চালাবে। একইসঙ্গে পুলিশের হেলিকপ্টার ব্যবহার করে আরেকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। এছাড়া কোস্টগার্ড, নৌবাহিনী ও বন বিভাগ যৌথভাবে নদীর তীর ও যেসব এলাকায় লাশ আটকে থাকতে পারে সেদিকে নজর রেখে তল্লাশি অভিযান চালাবে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকাজ শুরু হলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।

আরো পড়ুন: ইউক্রেনে পৌঁছাল এফ-১৬ যুদ্ধবিমানের প্রথম চালান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App