কেরালা ভূমিধস
নিহত পৌঁছেছে ১৭৬ জনে, নিখোঁজ ২০০

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৯:১৪ এএম
-66aafd977430b.jpg)
কেরালায় ভূমিধসে নিহত ১৭৬, নিখোঁজ ২০০। ছবি: সংগৃহীত
ভারতের কেরালার রাজ্যের ওয়ানাড় জেলায় ভয়াবহ ভূমিকম্প হয়। গত ৩০ জুলই হওয়া এ ভূমিধসে এ পর্যন্ত ১৬৭ জনের
মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অন্তত ১৯১ জন। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ৭৭ জন পুরুষ, ৬৭ জন নারী ও ২২ জন শিশু। একজনের পরিচয় এখনো উদ্ধার হয়নি। খবর এনডিটিভির।
প্রতিবেদনটিতে বলা হয়, মৃতদেহের পাশাপাশি উদ্ধার হয়েছে অনেকের দেহাংশও। এখন পর্যন্ত ৬১টি মরদেহের দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মী, কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর (এনডিআরএফ), সামরিক বাহিনী ও স্থানীয় লোকজনের সমন্বয়ে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে ।
এর আগে মঙ্গলবার (৩১ জুলাই) ওয়ানাড় জেলার মেপ্পেদি গ্রামের পাহাড়ি এলাকার বিশাল এলাকাজুড়ে ভূমিধসের ঘটনা ঘটে। এতে মেপ্পেদির পাশাপাশি পার্শ্ববর্তী শহর চুরালমালাও প্রায় ধ্বংস হয়ে গেছে বলে জানা যায়।
কেরালার এই অঞ্চলটি মশলা বিশেষ করে এলাচ ও চা উৎপাদনের জন্য বিখ্যাত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারী বর্ষণের পাশাপাশি মোট ৩ দফা ভূমিধস ঘটে ওই এলাকায়।
আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা
ঘটনার পরপরই বুধবার এক সংবাদ সম্মেলন করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনানাই বিজয়ন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৯০ জনকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে এ পর্যন্ত ৮২টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।