×

আন্তর্জাতিক

বৈরুত হামলায় নিহত ৩, আহত ৭৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৮:৫৯ এএম

বৈরুত হামলায় নিহত ৩, আহত ৭৪

বৈরুত হামলায় নিহত ৩, আহত ৭৪। ছবি: সংগৃহীত

   

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েল বলছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ৩ জন নিহত ও ৭৪ জন আহতের খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এর আগে ইসরায়েলের গোলান মালভূমিতে চালানো হামলায় ১২ শিশু-কিশোর নিহতের ঘটনায় হিজবুল্লাহর কমান্ডারকে দায়ী করেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ওই শহরতলিতে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি আছে। খবর তাসের। 

প্রতিবেদনটিতে বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে বিবেচিত বৈরুতের দাহেহ শহরতলিতে ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় একটি চারতলা ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনটির আশেপাশের পার্ক করে রাখা গাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। হামলাস্থল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গোলানের মাজদাল শামসে ইসরায়েলি শিশু ও অন্যান্য সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় দায়ী কমান্ডার ফুয়াদ শুকরকেকে নিশানা করে তারা হামলা চালিয়েছে।

হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা যান ফুয়াদ। যদিও প্রাথমিক প্রতিবেদনে তিনি অক্ষত আছেন বলে দাবি করেছিল লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।

লেবাননের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের হারেত রিকে হিজবুল্লাহর শুরা কাউন্সিলের আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে।

শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট দ্রুজ শহর মাজদাল শামসে আঘাত হানে।

ওই হামলার পরই হিজবুল্লাহর বিরুদ্ধে বদলা নেয়ার অঙ্গীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App