ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২, আহত ২০

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:২৩ পিএম
-66a886d0cf46c.jpg)
ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২, আহত ২০। ছবি: সংগৃহীত
ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। স্থানীয় সময় ভোর পৌনে চারটায় হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হওয়া এ দুর্ঘটনায় রেলের অন্তত ১৮টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফ থেকে ইতোমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
লাইনচ্যুত হওয়া ট্রেনের বগিগুলোর মধ্যে ১৬টিতে যাত্রীবোঝাই ছিলো। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চক্রধরপুরে পাঠানো হয়েছে। সিংভূম পশ্চিমের ডিসি পিটিআইকে জানান, ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে এবং দুর্ঘটনার জেরে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। রেলের এক পদস্থ কর্মকর্তা জানান, মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল।
ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর ইতোমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ঘন ঘন ট্রেন দুর্ঘটনায় যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেন আর কতদিন আমাদের এসব সহ্য করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই অবহেলার কি কোনোদিন শেষ হবে না?
আরো পড়ুন: কেরালায় ব্যাপক ভূমিধ্বস, বহু মানুষ হতাহতের আশঙ্কা
দুর্ঘটনার পর দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা ওমপ্রকাশ চরণ বলেন, মঙ্গলবার ভোর ৩টা ৪৩মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে। দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তিনি। এ ছাড়া আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য কর্মকর্তা । আহতদের চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।