×

আন্তর্জাতিক

ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলায় জড়িত ইরান, দাবি ইসরায়েলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০১:৪১ পিএম

ফ্রান্সে রেল নেটওয়ার্কে হামলায় জড়িত ইরান, দাবি ইসরায়েলের

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে নাশকতামূলক হামলা হয়।

   

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে নাশকতামূলক হামলার সঙ্গে ইরান জড়িত বলে অভিযোগ করেছে ইসরায়েল। রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগসহ সিরিজ হামলায় দেশটির তিনটি অঞ্চলের রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন,  ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলায় ইরানের হাত রয়েছে। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে অবকাঠামোর ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের মদদে কট্টর ইসলামপন্থিরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।’

কাটজ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্নকে সতর্ক করেছিলেন দাবি করে বলেন, ‘ইসরাইলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম, ইরানিরা (অলিম্পিকে) ইসরাইলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া উচিত।’

আরো পড়ুন : অলিম্পিকের আগে ফ্রান্সে অগ্নিসংযোগের ঘটনায় অচল রেল যোগাযোগ

ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ জানায়, শুক্রবার অগ্নিসংযোগকারীরা প্যারিসকে লিল, বোর্দো এবং স্ট্রাসবার্গসহ বেশ কয়েকটি বড় শহরের সাথে সংযোগকারী লাইন বরাবর সংকেত বাক্সে আগুন দিয়েছে। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই নাশকতার কারণে অলিম্পিক গেমস শুরুর আগে দেশটির যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এই হামলার কারণে প্রায় ৮০ হাজার যাত্রীর যাতায়াত ব্যাহত হয়েছে।

শুক্রবার ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, রেল নেটওয়ার্কে নাশকতার বিষয়টি পরিকল্পিত এবং সমন্বিতভাবে পরিচালিত হয়েছিল। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, অপরাধীদের খুঁজে বের করার জন্য গোয়েন্দা সংস্থা এবং পুলিশকে একত্রিত করা হয়েছে।

গাজা যুদ্ধকে ঘিরে উত্তেজনা এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি ক্রীড়াবিদরা ‘ফ্রান্সে স্বাগত’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন। ইসরায়েলি প্রতিনিধিদলকে ফান্সের অতিরিক্ত পুলিশ ২৪ ঘণ্টা নিরাপত্তা দিবে বলেও জানান তিনি। দ্য টেলিগ্রাফের জানিয়েছে, ইসরায়েলের ক্রীড়াবিদ এবং অলিম্পিক কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য সশস্ত্র শিন বেট এজেন্টদের প্যারিসে পাঠাবে ইসরায়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App