তীব্র তাপপ্রবাহ ও দাবানলে পুড়ছে পর্তুগাল

হাফিজ আল আসাদ পর্তুগালের লিসবন থেকে
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৯:১০ পিএম

ছবি: ভোরের কাগজ
তীব্র ও নজিরবিহীন তাপপ্রবাহে পুড়ছে পর্তুগাল। ৩৯ ডিগ্রি সেলসিয়াস ওপরে তাপমাত্রা থাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। এছাড়া তীব্র এ তাপপ্রবাহে কারণে শুরু হয়েছে দাবানল। এতে পর্তুগালে ১৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে । দাবানলের আগুনে দুইজন নিহতসহ রাজধানী লিসবনের পাশের শহর ক্যাসকাইসে ১৬০ জনের বেশি আহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুলাই) পর্তুগালের জাতীয় আবহাওয়া, ভূমিকম্প, সমুদ্র এবং বায়ুমণ্ডলীয় সংস্থা 'পর্তুগিজ ইনস্টিটিউট অফ দ্য সি অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার' (আইপিএমএ) বলছে, দেশটির মূল ভূখণ্ড এবং মাদেইরা ও আজোরসের দ্বীপপুঞ্জগুলি অতিবেগুনী (ইউভি) রশ্মি বিকিরণের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সংস্থাটি বলেছে শুক্রবার লিসবনসহ তৎসংলগ্ন এলাকাগুলোতে অতিবেগুনী বিকিরণের এক্সপোজারের খুব উচ্চ ঝুঁকি রয়েছে। পোর্টালেগ্রে, ইভোরা, বেজা এবং ফারো ছাড়াও আশে পাশের এলাকাগুলোতে উচ্চ মাত্রায় অতিবেগুনী রশ্মি বিকিরণ হচ্ছে । ফলে ওই স্থানগুলোতে তাপমাত্রা ২৪ ডি.সে থেকে ৩৯ ডি.সে এর মধ্যে থাকবে। এছাড়া দেশটির ব্রাঙ্কো সর্বোচ্চ ও ভিসেউ জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়েছে সাবধানতার সঙ্গে চলাচল করতে।
সাধারণত লিসবনের আশপাশের জেলাগুলোতে জুলাইয়ের শেষ থেকে অক্টোবর পর্যন্ত তাপমাত্রার তীব্রতা বাড়ে। কিন্তু এবার অন্যান্য বছরগুলো থেকে তাপমাত্রার তীব্রতা অনেক বেশি। এ কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সবাই প্রশান্তির আশায় ভিড় জমাচ্ছে সমুদ্র পাড়ে । তবে তীব্র গরম অস্বস্তিকর হলেও পর্যটকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কারণ এই আবহাওয়ার জন্যই পর্যটকরা বিভিন্ন দেশ থেকে পর্তুগাল ভ্রমণে আসে। তবে এ সময় চরম ঝুঁকিতে থাকা অঞ্চলগুলিতে অবস্থান করা জনসাধারণকে যতটা সম্ভব সূর্যের এক্সপোজার এড়ানোর পরামর্শ দিয়েছে আইপিএমএ।