×

আন্তর্জাতিক

সামরিক হেফাজতে নেয়া ঠেকাতে ইমরানের পিটিশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৯:৪৪ এএম

সামরিক হেফাজতে নেয়া ঠেকাতে ইমরানের পিটিশন

পকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

   

সামরিক হেফাজতে সম্ভাব্য হস্তান্তর ঠেকাতে আদালতে পিটিশন দাখিল করেছেন কারাগারে বন্দী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২৫ জুলাই) লাহোর হাইকোর্টে এ পিটিশন দায়ের করা হয়। ইমরান খানের আইনজীবী উজাইর কারামত আবেদনটি জমা দিয়েছেন। এতে কেন্দ্রীয় সরকার এবং দেশের চার প্রদেশের সব কারা মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

পিটিশনে বলা হয়েছে, ৯ মে সংঘটিত দাঙ্গার মামলায় জড়িত বন্দীদের বেসামরিক আদালতের এখতিয়ারে থাকা উচিত। ইমরান জানান, দেশটির সদর দপ্তরে বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগে একটি মিথ্যা বর্ণনা তৈরি করা হয়েছিল। ওই দিনের ঘটনাকে তিনি ‘ভুয়া ফ্ল্যাগ অপারেশন’ হিসাবে বর্ণনা করেছেন। যারা ঘটনার সিসিটিভি ফুটেজ চুরি করেছে তারাই প্রকৃত অপরাধী বলেও জোর দিয়ে বলেন তিনি।

আরো পড়ুন : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করবেন ইমরান খান

ইমরান ঘটনাটিকে ২০২১ সালে ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল হিল বিক্ষোভের সাথে তুলনা করে বলেন, ওই মামলায় একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালিত হয়েছিল। যার ফলে ডোল্যান্ড ট্রাম্পের পুরো রিপাবলিকান পার্টিকে জড়িত না করে শুধুমাত্র জড়িত ব্যক্তিদের শাস্তি দেয়া হয়েছিল।

৯ মে মামলার হেফাজত বেসামরিক আদালতে বহাল রাখার এবং সামরিক কর্তৃপক্ষের কাছে তার হস্তান্তর প্রতিরোধে স্থগিতাদেশ জারি করার আদেশ দেয়ার জন্য আদালতকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেপ্তারের জেরে গত বছরের ৯ মে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন সরকারি বিভিন্ন ভবনের পাশাপাশি সেনানিবাসসহ বেশ কিছু সামরিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সহিংসতার ঘটনায় ১২টি ফৌজদারি মামলায় রিমান্ডে নেয়ার বিরুদ্ধে ইমরান খানের করা আবেদনের বিষয়ে লাহোর হাইকোর্টে শুনানি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App