তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন গেইমি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৯:০৫ পিএম

ছবি: রয়টার্স
তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে টাইফুন গেইমি নামক একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। আর কয়েক ঘণ্টা পরই দেশটির উত্তরাঞ্চলে আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি। এর মোকাবিলায় দেশটিতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তাইওয়ানে স্কুল, স্টক মার্কেট বন্ধ এবং ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ এবং ২৫০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাজধানী তাইপেতে দোকানপাট ও সরকারি অফিসসমূহ বন্ধ রয়েছে।
তাইওয়ানে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ঘটেছে ভূমিধসের ঘটনাও। এতে বুধবার পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো অন্তত ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় গণমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।
টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টি এবং প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে। টাইফুন গেইমি স্থানীয় সময় রাত ১০টার দিকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন: আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড
প্রেসিডেন্ট লাই চিং তে বুধবার সকালে জরুরি ব্রিফিংকালে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, চলতি বছরের প্রথম টাইফুন গেইমি তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে।
তিনি আরো বলেছেন, আমি আশা করছি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় টাইফুনের প্রভাব সীমিত রাখা সম্ভব হবে। এছাড়া এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে আমি সবাইকে অনুরোধ করছি।
এদিকে কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় তিনটি এলাকা থেকে দুই হাজার একশ’রও বেশি লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকা হুয়ালিয়েনে ভূমিধসের ঝুঁকি থাকায় সেখান থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের প্রধান চেং জিয়া পিং বলেছেন, টাইফুনের প্রভাব চারদিন পর্যন্ত থাকতে পারে। এ সময়ে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।