প্রথম নির্বাচনী সমাবেশেই ট্রাম্পকে তুলোধুনো কমলার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেয়ার পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মনোনয়ন পাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। প্রয়োজনীয় ডেলিগেটদের সমর্থন এরই মধ্যে পেয়ে গেছেন তিনি।
এরপরই বুধবার উইসকনসিন রাজ্যে প্রথম নির্বাচনী সমাবেশে হাজির হয়েছেন কমলা হ্যারিস। সমাবেশে উপস্থিত প্রায় ৩ হাজার দর্কশ্রোতার উদ্দেশে ভাষণে বাক্যবাণে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন তিনি।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সাবেক এক আইনজীবী এবং দোষী সাব্যস্ত এক আসামির মধ্যে একজনকে বেছে নেয়ার ভোট বলে অভিহিত করেছেন হ্যারিস। রিপাবলিকান প্রতিপক্ষ ট্রাম্পকে প্রতারকদের সঙ্গে তুলনা করেন তিনি।
ডেমোক্র্যাটদের পক্ষে জোরাল প্রচারাভিযানে নেমেই ট্রাম্পকে এভাবে ধরাশায়ী করার চেষ্টা করেছেন কমলা হ্যারিস। তবে হ্যারিসের এমন মন্তব্যের আগে ট্রাম্পও ভাইস প্রেসিডেন্টকে আক্রমণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, কমলা যাই স্পর্শ করেন, তাই ধ্বংস হয়ে যায়।
কমলা হ্যারিসের পক্ষে বাইডেনের সমর্থনের পরই ট্রাম্প এবং হ্যারিস একে অপরকে লক্ষ্য করে রাজনৈতিক মন্তব্য করে যাচ্ছেন। উইসকন্সিনের মিলাওয়াকি শহরের একটি হাইস্কুলে বক্তৃতায় হারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চান।
এসময় তিনি উপস্থিত দর্শকদের সামনে প্রশ্ন রেখে বলেন, আপনারা স্বাধীন, আইনের শাসন আছে এমন দেশে থাকতে চান- নাকি ঘৃণা, ভয়, বিশৃঙ্খলাপূর্ণ দেশে থাকতে চান?