অন্তত ১৫ বছর লাগবে গাজার ধ্বংসস্তূপ সরাতে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম

অন্তত ১৫ বছর লাগবে গাজার ধ্বংসস্তূপ সরাতে। ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলের আগ্রাসনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। মনে করা হচ্ছে গাজার অবস্থা স্বাভাবিক হতে অন্তত ১৫ বছর লাগবে। এ কাজে ব্যায় হবে অন্তত ৫০০-৬০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতিদিন যদি ১০০ টিরও বেশি লরি এই ধ্বংসস্তূপ ও আবর্জনা সরানোর কাজ করে তারপরও এই সময় লাগবে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের।
প্রতিবেদনটিতে বলা হয়, জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছ, যা এখানকার মোট ভবনের অর্ধেকেরও বেশি।
ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। দশ ভাগের এক ভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে ২৫০ থেকে ৫০০ হেক্টর জমি প্রয়োজন পড়বে বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।
এর আগে মে মাসে জাতিসংঘের আরেকটি সংস্থা ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম জানায়, সবচেয়ে দ্রুতগতিতে কাজ করলেও গাজা পুনর্গঠনে অন্তত ২০৪০ সাল পর্যন্ত সময় লাগবে এবং এতে ব্যয় হবে ৪০ বিলিয়ন ডলার।
সংস্থাটি আরো জানায়, ইসরায়েলি আগ্রাসন গাজার এতটাই ক্ষতি করেছে যে, অঞ্চলটির স্বাস্থ্য, শিক্ষা ও সম্পদ খাতে ৪০ বছরের অর্জন স্রেফ ধুলোয় মিশিয়ে দিয়েছে।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, গাজার ধ্বংসস্তূপগুলোর ভেতরে বিভিন্ন স্থানে এখনো অবিস্ফোরিত একাধিক বোমায় রয়েছে। প্রতি সপ্তাহে এমন ১০টিরও বেশি বোমার বিস্ফোরণ ঘটেছে।
আরো পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৫