×

আন্তর্জাতিক

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০২:০৮ পিএম

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

ছবি : সংগৃহীত

   

ভারতের জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর বন্দুকযুদ্ধে ৪ সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের একজন সেনাবাহিনীর মেজর। হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচ সেনাসদস্য। নিহত মেজরের নাম ব্রিজেশ থাপা। তিনি রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জম্মু ও কাশ্মিরের ডোডা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে একজন অফিসারসহ চার ভারতীয় সৈন্য নিহত হয়েছে। সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

আরো পড়ুন : চোর সন্দেহে শিশুর ওপর অমানবিক নির্যাতন

টুইটারে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে, উত্তর ডোডায় অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাত 9 টার দিকে একটি ভারী গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন। তবে, অতিরিক্ত সৈন্যদের এলাকা থেকে সরানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন এবং ডোডার পরিস্থিতি ও সেখানে চলমান অভিযানের বিষয়ে পর্যালোচনা করেছেন।

কাশ্মিরের জম্মু অঞ্চলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় হামলার ঘটনা এটি। গত সপ্তাহে উপত্যকার কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা নিহত হয়। ওই হামলায় আরো পাঁচজন সৈন্য আহত হয়। অন্তত ১২ জন সৈন্যকে বহনকারী দুটি ট্রাকে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার পর হতাহতের ওই ঘটনা ঘটে।

এক মাস আগে, ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার সময় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নয় জনের মৃত্যু হয় এবং আরো ৩০ জন আহত হয়।

জম্মু অঞ্চলের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র এক্সেলসিওর অনুসারে, ২১ অক্টোবর থেকে ৮ জুলাই পর্যন্ত ৪৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। কাশ্মীর অঞ্চলটি গত ৩৪ বছর ধরে ভারতবিরোধী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল। সেই তুলনায় জম্মু অপেক্ষাকৃত শান্ত ছিল। তবে, হিন্দু জাতীয়তাবাদীদের নেতৃত্বে ভারত সরকার জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক স্বায়ত্তশাসন বাতিল করে ফলে জম্মু অঞ্চলে জঙ্গিবাদ বৃদ্ধি পায়। ২০১৯ সালের ৫ আগস্ট থেকে এ অঞ্চলের পরিস্থিতি পাল্টে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App