গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল ৬০টির বেশি লাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০১:৩১ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরো বেশি লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি অভিযানের পর এ লাশগুলো উদ্ধার করা হয়। এছাড়া আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লাশ আটকে আছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরের এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্যরা চলে যাওয়ার পর ফিলিস্তিনি চিকিৎসকরা গাজা শহরের শেজাইয়া পাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনেরো বেশি মানুষের লাশ উদ্ধার করেছেন। খবর আনাদোলুর।
মুখপাত্র মাহমুদ বাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখরো কয়েক ডজন লাশ পড়ে আছে।’
আরো পড়ুন: নেপালে ভূমিধসে নদীতে দুই বাস, নিখোঁজ ৬৩
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী আশপাশের ৮৫ শতাংশেরও বেশি আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে। শেজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে যা বসবাসের জন্য উপযুক্ত নয়।
এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দুই সপ্তাহ আগে অনুপ্রবেশের পর শেজাইয়া এলাকায় তাদের সামরিক অভিযান তারা শেষ করেছে। বাসাল বলেন, গাজা শহরের পশ্চিমে তেল আল-হাওয়াতে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তার ভাষায়, ‘ইসরায়েলের আক্রমণে অনেক পরিবার আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’