×

আন্তর্জাতিক

নির্বাচনের আগেই হার মানছেন সুনাক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:০৩ এএম

নির্বাচনের আগেই হার মানছেন সুনাক!

ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক

   

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনে জয়ের আশা যেন ছেড়েই দিয়েছেন।  আগামী ৪ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনের আগে ভোটারদের সামনে তিনি যে বক্তব্য রাখছেন, তা থেকেই মিলেছে এমন আভাস।

ওই বক্তব্যে তিনি যেমন বলছেন লেবার পার্টির সরকার এলে একমাত্র তার দল কনজারভেটিভ পার্টিই শক্তিশালী বিরোধীদল হতে পারবে, তেমনি তার দলের এমন ‘শক্তিশালী বিরোধীদল’ হওয়ার সুযোগ নষ্ট হতে না দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন।

এতে মনে হয়েছে, নির্বাচনের ৩ দিন আগেই সুনাক হার স্বীকার করে নিয়েছেন।  সোমবার (১ জুলাই) একটি সমাবেশে ভোটারদের উদ্দেশে ভাষণ দেন ঋষি সুনাক। তার সেই বক্তব্যের কিছু উদ্ধৃতি আগেই হাতে পেয়েছে গণমাধ্যম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তাতে দেখা গেছে, সুনাক নির্বাচনে নাইজেল ফারারে ‘রিফর্ম ইউকে’ পার্টিকে ভোট না দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানাচ্ছেন। আর সে আহ্বান জানাতে গিয়েই তিনি কনজারভেটিভ পার্টির শক্তিশালী বিরোধীদল হওয়ার সক্ষমতার কথা বলছেন।

কনজারভেটিভ (টোরি) পার্টির বিরুদ্ধে গিয়ে যে ভোটাররা ‘রিফর্ম ইউকে’ পার্টির দিকে ঝুকছেন, তাদের কাছেই সুনাকের আবেদন- তারা যেন এই দলকে ভোট না দেয়। কারণ, তাতে কেবল ভোট ভাগ হয়ে যাবে।

সমাবেশে সুনাক ভোটারদেরকে বলেন, রিফর্ম পার্টি লোবার দলের বিরোধীপক্ষ হিসাবে যথেষ্ট আসন জিতবে না। কারণ, এই দল আগেই বলেছিল, তারা পার্লামেন্টে তাদের দলের কিছু সংখ্যক সদস্য দেখতে পেলেই সন্তুষ্ট।

সুনাক আরও বলেন, বিষয়টি কল্পনা করে দেখুন- শত শত লেবার এমপি’র বিরোধিতায় কেবল এক, দুই, তিন, চার বা পাঁচজন এমপি হলে কেমন হবে।

১৪ বছরের টালমাটাল শাসনের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবারের নির্বাচনে হারের ঝুঁকিতে রয়েছে।

এমনকি ঋষি সুনাকেরও নিজ নির্বাচনি আসন হারানোর ঝুঁকি আছে। বিভিন্ন জনমত জরিপে নেতা কিয়ার স্টারমারের বিরোধী দল লেবার পার্টিকে কনজারভেটিভ পার্টির চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।

ওদিকে, রিফর্ম ইউকে পার্টির প্রতি সমর্থনের কারণে মধ্যপন্থি-ডান ভোট ভাগ হয়ে যাচ্ছে এবং লিবারেল ডেমোক্র্যাটদের কারণে কনজারভেটিভ পার্টির সমর্থন আরও কমছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App