×

আন্তর্জাতিক

বাইডেন বাদ, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৯:২০ পিএম

বাইডেন বাদ, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা!

বাইডেন বাদ, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা। ছবি: সংগৃহীত

   

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এবার প্রার্থী তালিকায় নাম শোনা যাচ্ছে বারাক ওবামা পত্নী মিশেল ওবামার। সম্প্রতি ডেমোক্রেটিক শিবিরে জো বাইডেনের পাশাপাশি সাবেক এই ফাস্ট লেডির নামও বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। 

দলের অনেকেই ইতোমধ্যে বলছেন যে বাইডেন মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন। তাই ডোনাল্ড ট্রাম্পের সামনে যুক্তিতর্কে তিনি টিকছেন না। তবে নির্বাচনে আপাদত মোটেই আগ্রহ নেই মিশেল ওবামার। খবর সিএনএনের। 

ইতোমধ্যে অনেক ডেমোক্রেটিক প্রার্থী ভাবতে শুরু করেছেন যে, ট্রাম্পের সামনে টিকবেন না বাইডেন। রিপাবলিকান আইন প্রণেতা টেড ক্রুজ বলেছেন- ‘সিএনএনের বিতর্কে পরাজিত হওয়ার পরে ডেমোক্র্যাটরা বাইডেনকে সরিয়ে দিয়ে মিশেলকে মনোনয়ন দেবে। ৯ মাস আগেই আমি বলেছিলাম যে, বাইডেনকে শেষপর্যন্ত হটিয়ে মিশেল ওবামাকে প্রার্থী করবে ওরা। আমার মনে হয়, এখন সেটাই হবে।’

সিএনএনের বিতর্কে বাইডেনকে দেখেই বোঝা যাচ্ছিল যে, তিনি পরবর্তী ৪ বছর হোয়াইট হাউসের কাজ পরিচালনার মতো কার্যকরী থাকবেন না। এই অবস্থায় ডেমোক্র্যাটদের মধ্যেও সেই ভাবনা কুড়েকুড়ে খাচ্ছে। তাই দলের অন্দরেই অনেকে চাইছেন বাইডেনকে সরিয়ে মিশেল ওবামাকে নতুন করে প্রার্থী হিসেবে মনোনীত করা হোক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৩ মাস আগে আগামী আগস্টে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন রয়েছে। সেখানেই প্রার্থীর নাম পরিবর্তন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ওই রাতে খুব খারাপ বিতর্ক হয়েছে। কিন্তু, শেষে একটাই কথা বলতে পারি এই নির্বাচনে মানুষ কাকে বেছে নেবে। একজন ব্যক্তি যিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন। নাকি সেই একজন যিনি কেবল নিজের উন্নতির কথাই ভেবে গেছেন।

আরো পড়ুন: বয়স হয়েছে, স্বীকার করলেন বাইডেন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App