কেনিয়ায় নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ, পার্লামেন্টে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম

ছবি : ওয়াশিংটন পোস্ট।
নতুন অর্থ বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। এসময় বিক্ষোভকারীরা দেশটির সংসদ ভবনে প্রবেশ করে একটি অংশে আগুন লাগিয়ে দেয়। খবর ওয়াশিংটন পোস্ট।
মঙ্গলবার (২৫ জুন) দেশটিতে এ ঘটনা ঘটেছে। কয়েক দশকের মধ্যে দেশটির সরকারের ওপর এটিই সরাসরি আক্রমণ। এ আক্রমণে আতঙ্কিত হয়ে সংসদ সদস্যরা সংসদ ভবন থেকে পালিয়ে বেসমেন্টে অবস্থান করেছেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করছে পুলিশ। বিক্ষোভ চলার সময় গুলির শব্দ শোনা গেছে। একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে, গুলিতে একজন মারা গেছেন।
বিক্ষোভকারীদের দাবি, আইনপ্রণেতারা একটি নতুন কর আরোপের বিতর্কিত বিলে ভোট দিয়েছেন যাতে জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে হতাশা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
মূলত বিতর্কিত বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।
সংসদের কাছে অবস্থিত ক্ষমতাসীন দলের গভর্নরের অফিসেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। অফিসের আগুন নেভাতে পুলিশের জলকামান ব্যবহার করা হচ্ছে।
শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এই বিলের মাধ্যমে কর বাড়ানো হয়েছে। গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চায় কেনিয়ার নাগরিকরা।
আরো পড়ুন : খাবার-পানির ভয়াবহ সংকটে গাজা