×

আন্তর্জাতিক

কানাডাকে জবাবদিহি করতে হবে: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৪:১৬ পিএম

কানাডাকে জবাবদিহি করতে হবে: ইরান

ইরানের তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি। ছবি : সংগৃহীত

   

ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। দেশটির এ সিদ্ধান্তের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ইরান। এমন ‘উস্কানিমূলক’ পদক্ষেপের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির তত্ত্বাবধায়ক পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি।  

বৃহস্পতিবার (২০ জুন) নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এবং আইএসের সন্ত্রাসবাদ মোকাবিলায় অপূরণীয় ভূমিকা পালন করছে আইআরজিসি। এটি ইরানের সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অংশ। কানাডার অবৈধ পদক্ষেপ বিদ্বেষপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের নীতি ও নিয়ম লঙ্ঘন করেছে।’ 

আরো পড়ুন : হামাসকে নির্মূল করা সম্ভব নয়, স্বীকার করলো ইসরায়েল

হুঁশিয়ারি উচ্চারণ করে আলী বাকেরি বলেন, উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের পরিণতির জন্য কানাডা সরকারকে জবাবদিহি করতে হবে। 

এদিকে কানাডার এমন সিদ্ধান্তকে অবিবেচক ও অপ্রচলিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।  

তিনি বলেন, কানাডার এ পদক্ষেপ রেভল্যুশনারি গার্ডের বৈধ ও প্রতিরোধমূলক ক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না। তেহরান তালিকাভুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে।

বুধবার (১৯ জুন) কানাডার সরকার আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি জানান, এই পদক্ষেপ অটোয়াকে ‘সন্ত্রাসী অর্থায়ন মোকাবিলায়’ সহায়তা করবে। এই ঘোষণার পর ইরানে অবস্থানরত কানাডীয়রা নির্বিচারে আটক হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন বলে সতর্ক করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App