হুথির হামলা: আগুন ধরে যাওয়া জাহাজ ডুবলো সাগরে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত
গত ১২ জুন লোহিত সাগরে পণ্যবোঝাই একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি যোদ্ধারা। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।
এসময় লোহিত সাগরে টহল দেয়া মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনীর সদস্যরা জাহাজটির সব নাবিককে উদ্ধার করে। খবর আনাদোলুর।
বুধবার (১৯ জুন) বাণিজ্যিক নৌপথে নজরদারী করা ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হুথি হামলায় ক্ষতিগ্রস্থ জাহাজটি লোহিত সাগরে ডুবে গেছে। তবে, এতে জাহাজটির কেউ হতাহত হয়নি বলেও জানায় সংস্থাটি।
উল্লেখ্য, গত ১২ জুন ইয়েমেনের আল হুদায়দাহ বন্দর থেকে ৬৬ নটিক্যাল মাইল দূরে গ্রিসের পতাকাবাহী এমভি তুতোর নামে ওই পণ্যবাহী জাহাজে হুথিরা প্রথমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, পরে দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালানো হয়।
আরো পড়ুন: সৌদিতে হজযাত্রীদের প্রাণহানির সংখ্যা হাজার ছাড়ালো
দুই দফা হামলায় জাহাজটিতে আগুন ধরে যাওয়ার এক সপ্তাহ পর বুধবার এটি লোহিত সাগরে তলিয়ে যায়।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় যে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল- তার প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এডেন সাগরে ইসরায়েলমুখী ও ইসরায়েলের মালিকানাধীন সব ধরনের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে।
হুথিরা জানিয়েছে, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করতে তারা ইসরায়েলি এসব জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে।