রাফায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০১:৪৬ পিএম

রাফায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত। ছবি: সংগৃহীত
রাফায় ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের আরো দুই সেনা নিহতের খবর পাওয়া গেছে। এরা হলে, ক্যাপ্টেন ইথান কোপলোভিচ এবং ওয়ারেন্ট অফিসার এলন ওয়েইস। বিস্ফোরণে তারা প্রথমে গুরুতর আহত হয়, পরে তাদের মৃত্যু হয়।
এক সপ্তাহ আগেও গাজায় ট্যাংকের উপর হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। রবিবার আইডিএল নিহত সেনাদের নাম ও পরিচয় প্রকাশ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ক্যাপ্টেন ইথান কোপলোভিচ এবং ওয়ারেন্ট অফিসার এলন ওয়েইস বিস্ফোরণে প্রথমে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। তারা ৪ রিজার্ভ আর্মার্ড ক্রিগেডের ১২৯তম ব্যাটালিয়নে কাজ করছিলেন। খবর টাইমস অব ইরায়েলের।
ট্যাঙ্কে থাকা আরো দুই সেনা বিস্ফোরণে গুরুতর আহত হন বলে নিশ্চিত করেছ ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই দুই সেনার মৃত্যুর মধ্যদিয়ে স্থল অভিযানে গাজা সীমান্ত ৩১১ জন সেনা নিহত হন। এদের মধ্যে জিম্মি উদ্ধার অভিযানের সময় নিহত একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঠিকাদারও এসময় নিহত হন।
শনিবার সকালে দক্ষিণ গাজার রাফায় বিস্ফোরণে নিহত হয় ৮জন সেনা। এরা সবাই প্রকৌশলী ছিলেন। রবিবার এদের ৫ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। গত ৬ মাসের মধ্যে এটি গাজা স্ট্রিপে চালানো হামাসের সবচেয়ে ভয়াবহ হামলা।
নিহত সেনারা হলেন
সার্জেন্ট ইলিয়াহু মোশে জিম্বালিস্ট( ২১), সার্জেন্ট কোচাভ ইয়ার (১৯), সার্জেন্ট স্ট্যানিস্লাভ কোস্টারেভ(২১), সার্জেন্ট ব্লুমোভিটজ(২০), সার্জেন্ট ওজ ইশায়া গ্রুবার (২০)।
আরো পড়ুন: হামলা-অনাহারে গাজায় নেই ঈদের আনন্দ