শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করলো ডব্লিউএইচও

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:৩৬ পিএম

বার্ড ফ্লু এন্টিজেন। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯এন২ ধরন শনাক্তের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
বুধবার (১২ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ডব্লিউএইচও জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে ক্রমাগত গুরুতর শ্বাসকষ্ট, তীব্র জ্বর এবং পেট ব্যথার ফলে শিশুটিকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় তিন মাস হাসপাতালটির পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি থাকার পর চিকিৎসকরা শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের আলামত শনাক্ত করেছে।
আরো পড়ুন : ভারতে তীব্র গরমে আরো ৮ জনের মৃত্যু
বাড়ি অথবা আশপাশের হাঁস-মুরগির সংস্পর্শ থেকে শিশুটি ওই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণা চিকিৎসকদের। সংস্থাটি আরো জানিয়েছে ওই শিশুর পরিবার বা আত্মীয় স্বজনের কারো মধ্যে শ্বাসকষ্ট বা এ সংক্রান্ত অন্যকোনো অসুস্থতার লক্ষণ পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তৈরির সময় ওই শিশুকে বিশেষ এই ভাইরাসের কোনো ভ্যাক্সিন বা টিকা দেয়ার আলামত পাওয়া যায়নি।
এছাড়া, বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, ভারতে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯এন২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এই ধরন শনাক্ত হয়েছিল।