×

আন্তর্জাতিক

মাত্র ২৫ বছর বয়সেই ভারতের সংসদ সদস্য হলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১১:৫৫ পিএম

মাত্র ২৫ বছর বয়সেই ভারতের সংসদ সদস্য হলেন যারা

ছবি: সংগৃহীত

   

এবার ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট তাদের বহু কাঙ্ক্ষিত ‘চার শ পার’ না করতে পারলেও এই নির্বাচনে বেশ চমক দেখিয়েছে রাহুলের কংগ্রেস, মমতার তৃণমূল কংগ্রেসসহ ছোট ছোট দলগুলো।

বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাফল্য নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একক প্রভাব খর্ব করে দারুণ সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। 

এর মধ্যে বিরোধী জোটের সঙ্গে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন ৪ রাজনীতিক। মাত্র ২৫ বছর বয়সেই তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটের লড়াইয়ে জিতে আসা এই চারজন ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

ভারতের বিহার, উত্তর প্রদেশ ও রাজস্থান থেকে জয় পেয়েছেন তারা। জেনারেশন জেড-এর এই চারজন হলেন- পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, সম্ভাবী চৌধুরী এবং সঞ্জনা জাতভ।

১. পুষ্পেন্দ্র সরোজ

উত্তর প্রদেশের কৌশাম্বি লোকসভা আসন থেকে ভোটের লড়াইয়ে নেমে সমাজবাদী পার্টি থেকে নির্বাচিত হয়েছেন পুষ্পেন্দ্র সরোজ। তিনি বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার শঙ্করকে ১ লাখ ৩ হাজার ৯৪৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন।

পুষ্পেন্দ্র সরোজের বাবা ইন্দ্রজিৎ সরোজ সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক। তিনি উত্তর প্রদেশের পাঁচবারের এমএলএ। ছিলেন প্রাদেশিক সরকারের মন্ত্রী। যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি।

পুষ্পেন্দ্র যুক্তরাজ্যের কুইন মেরি ইনিভার্সিটিতে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেন। দেশে ফিরে বাবার পথ ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। এখন মাত্র ২৫ বছর বয়সে পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন।

২. প্রিয়া সরোজ

সমাজবাদী পার্টির আরেক তরুণ মুখ প্রিয়া সরোজ। এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের মছলিশহর আসন থেকে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে হারিয়েছেন তিনি। প্রিয়ার বাবা তুফানি সরোজ তিনবারের সংসদ সদস্য।

৩. সম্ভাবী চৌধুরী

সম্ভাবী চৌধুরী বিহারের লোক জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সমস্তিপুর আসন থেকে কংগ্রেসের সানি হাজারিকে হারিয়ে দিয়েছেন তিনি। সানি জনতা দলের (সংযুক্ত) মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। তাদের ভোটের ব্যবধান লাখের ওপরে।সম্ভাবী চৌধুরীর বাবা অশোক চৌধুরীও একজন রাজনীতিবিদ। তিনি সম্প্রতি কংগ্রেস ছেড়ে জনতা দলে (সংযুক্ত) যোগ দিয়েছেন। অশোক চৌধুরী বিহারের নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য।

৪. সঞ্জনা জাতভ

সঞ্জনা জাতভ রাজস্থানের ভারতপুর আসন থেকে জয় পেয়েছেন। কংগ্রেসের এই সদস্য ৫১ হাজার ৯৮৩ ভোটের ব্যবধানে বিজেপির রামস্বরূপ কোলিকে হারিয়ে দিয়েছেন। এর আগে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন সঞ্জনা। তখন জিততে পারেননি তিনি। ওই সময়ে তিনি বিজেপির প্রার্থী রমেশ খেদির কাছে মাত্র ৪০৯ ভোটে হেরেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App