কারাগার থেকেই জয়ী হলেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত
দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। দেশটির পাঞ্জাব রাজ্যের স্বঘোষিত খালিস্তানি নেতা অমৃতপাল সিং কারাগারে থেকেই এই নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জিতেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে অমৃতপাল পেয়েছেন ৪ লাখ ৪ হাজার ৪৩০ ভোট। ১ লাখ ৯৭ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল কংগ্রেসের কুলবির সিং জিরা। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৩১০ ভোট। ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে ৫৪৩ আসনের মধ্যে ৩৫২টির চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ঘোষিত আসনগুলোর মধ্যে ক্ষমতাসীন বিজেপি বিজয়ী হয়েছে ১৭১ আসনে এবং বিরোধীদল কংগ্রেস জয় পেয়েছে ৬৯ আসনে। এছাড়াও সমাজবাদী পার্টি (এসপি) ২৭, তৃণমূল কংগ্রেস ১৭, ডিএমকে ৬, জেডিইউ ৬, টিডিপি ৫, শিব সেনা (উদ্ভব ঠাকরে) ৪, সিপিআই (এম) ৪, আম আদমি পার্টি ৩, শিব সেনা (শিন্ডে) ৫, জনতা দল ২, জেকেএন ২, এলজেপিআরভি ২,ওয়াইএসআরসিপি ২ এবং অন্যান্য ২৭টি আসনে জয় পেয়েছে।
আরো পড়ুন: পশ্চিমবঙ্গে তৃণমূলের ঝড়: জয়ী ২৯ আসনে
আরো পড়ুন: দিল্লিতে কতটি আসন পেয়েছেন কেজরিওয়াল
পাঞ্জাবের খাদুর সাহিব আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ বছর বয়সী অমৃতপাল ২০২৩ সালের এপ্রিলে গ্রেপ্তার হন। ভারতের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। এক বছরের বেশি সময় ধরে তিনি আসামের ডিব্রুগড় কারাগারে আছেন।
ভারতে গত ১৯ এপ্রিল থেকে সাত দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়। ১ জুন ছিল শেষ ধাপের ভোট।
ওয়ারিশ পাঞ্জাব দে (ডব্লিউপিডি) দলের প্রধান অমৃতপাল লোকসভা নির্বাচনে প্রার্থিতার আবেদন করার পর সমর্থকেরা আশঙ্কা করে বলেছিলেন, তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। অমৃতপালকে সমর্থন দেয়া শিরোমণি আকালি দলও একজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে, যেন অমৃতপালের আবেদন প্রত্যাখ্যাত হলে ওই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শেষ পর্যন্ত অমৃতপাল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।