টায়ার ফেটে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৮

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৩:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানে একটি যাত্রীবাহী বাসের টায়ার ফেটে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২২ জন।
বুধবার (২৯ মে) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এই ঘটনা ঘটেছে। খবর জিও নিউজের।
উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তারা জানায়, দুর্ঘটনায় আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।
আরো পড়ুন: ৫২ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে পাকিস্তানে
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য প্রার্থনা করেছেন।