×

আন্তর্জাতিক

‘বড় বিপদ’ থেকে বাঁচলেন রাহুল গান্ধী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৮:২২ পিএম

‘বড় বিপদ’ থেকে বাঁচলেন রাহুল গান্ধী!

ছবি: সংগৃহীত

   

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফা ভোটের প্রচারে গিয়ে বিপত্তির মুখে পড়েন কংগ্রেসের এই নেতা।

সোমবার (২৭ মে) বিহারে ছিল ইন্ডিয়া জোটের প্রচার। পাটনা থেকে কিছুটা দূরের পালিগঞ্জে চলা এক সভায় প্রচার চালাতে গিয়ে বিপদের মুখে পড়েন রাহুল গান্ধী। সভামঞ্চ হঠাৎই ভেঙে নিচে পড়তে থাকে। 

পালিগঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী আরজেডির প্রার্থী। তার প্রচার সভাতেই গিয়েছিলেন রাহুল। সঙ্গে ছিলেন তেজস্বী যাদবও। তেজস্বী ও রাহুলের উপস্থিতিতেই মঞ্চটি আচমকা ভাঙতে শুরু করে। কিন্তু তার আগেই রাহুল গান্ধী স্টেজে উঠে হাঁটতে থাকেন। আর হাঁটতে হাঁটতেই দেখা যায়, তার সামনের দিকে থাকা স্টেজের অংশ ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে।  

আরো পড়ুন: গুগল ম্যাপে দেখানো পথে গাড়ি, অতঃপর পড়ল খালে

রাহুলকে সেই পরিস্থিতিতে স্বভাবতই কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। তবে তাকে ধরে রাখেন অন্য নেতারা। পরে রাহুলকে তার আসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় নিজেকে সামলে নিয়ে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা গেছে রাহুল গান্ধীকে।

তবে এ ঘটনায় বিব্রত হননি রাহুল। গোটা দৃশ্য এক ভিডিওতে বন্দি হয়েছে, যা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। 

অন্যদিকে ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা ছুঁটে আসেন ঘটনাস্থলে। পরে সবাইকে জানানো হয়, রাহুল গান্ধী নিরাপদে আছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App