ঘুমন্ত ৭ নাপিতকে গুলি করে হত্যা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত
ঘুমন্ত ৭ নাপিতকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গোয়াদর পুলিশের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মহসিন আলি জানান- ‘অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। হামলায় অন্তত ৭ নাপিত নিহত হন। খবর ডনের।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন। তার সবাই পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা। মহসিন আলি ডনকে বলেন- ‘ইতোমধ্যে নিহত ৭ নাপিতের লাশ এবং আহত এক নাপিতকে গোয়াদর হাসপাতালে নেয়া হয়েছে।’
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। তবে সর্বশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।