ইসরায়েলের বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৪, ০১:৫৪ পিএম

এইলাত বন্দরে ড্রোন হামলা
অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন নামে একটি সশস্ত্র সংগঠন।
এক বিবৃতিতে সংগঠনটি এ হামলার কথা স্বীকার করেছে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।
বিবৃতিতে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন জানায়, তারা নির্ভুলভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ড্রোনের সাহায্যে চালিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন আল-আকসা স্টর্ম নামে ইসরায়েলে ঢুকে যে ভয়াবহ অভিযান চালায়, এর জবাবে ইসরায়েল গাজায় নৃশংস গণহত্যা শুরু করে।
এর প্রতিবাদে ইসরায়েলের ওই সমুদ্রবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং ইরাকের প্রতিরোধ যুদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দফায় দয়ায় হামলা চালিয়ে আসছে।