×

আন্তর্জাতিক

ইউক্রেনে পরমাণু মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৩:৫৬ পিএম

ইউক্রেনে পরমাণু মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন

ছবি: সংগৃহীত

   

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অবস্থিত নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে পারমাণবিক অস্ত্র মহড়া চালানোর জন্য রুশ সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে পুতিন বারবার পারমানবিক হামলার বিষয়ে তার বিবেচনার কথা বলেছেন। ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন- ‘এখন পারমানবিক যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- ‘মহড়া চলাকালে কৌশলগত নয় এমন পরমাণু অস্ত্র প্রস্তুত ও ব্যবহারের জন্য একগুচ্ছ ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র যা কৌশলগত পারমাণবিক অস্ত্র হিসাবেও পরিচিত। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য সেগুলো ডিজাইন করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যে কোন সময় নিক্ষেপ করা যাবে।’

মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়- ‘এই সামরিক মহড়া পশ্চিমাদের হুমকির জবাবে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লক্ষে করা হয়েছে। মহড়ায় বিমান ও নৌবাহিনী অংশগ্রহণ করবে। পাশাপাশি ইউক্রেনের সীমান্তবর্তী সাউদার্ন মিলিটারি ডিসট্রিক্টের সেনারাও এতে অংশ নেবে। 

ইউক্রেনে অভিযানের সময় ক্রেমলিনের পারমাণবিক হামলার হুমকিতে পশ্চিমারা ক্রমবর্ধমান উদ্বেগ প্রাকাশ করেছে। পুতিন প্রায়শই রাশিয়ার পারমাণবিক হামলার পক্ষে যুক্তি দিয়ে এসেছেন। 

উল্লেখ্য, ২০২৩ সালে রাশিয়া সমন্বিত পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির অনুমোদন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর অস্ত্র হ্রাসের একটি গুরুত্বপূর্ণ চুক্তি থেকে বেরিয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App