×

আন্তর্জাতিক

কাশ্মীরে হামলায় আহত ৫ ভারতীয় সেনার মধ্যে একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১০:১৮ এএম

কাশ্মীরে হামলায় আহত ৫ ভারতীয় সেনার মধ্যে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

   

ভারতের জম্মু ও কাশ্মীরে গতকাল শনিবার (৪ এপ্রিল) অতর্কিত হামলায় ভারতের বিমানবাহিনীর ৫ সেনা আহত হন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ বিভাগের সুরানকোটে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় বিমানবাহিনীর গাড়ির বহর লক্ষ্য করে অসংখ্য গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা।

সেনাদের ওপর হামলা চালিয়ে হামলাকারীরা জঙ্গলের ভেতর পালিয়ে যায় বলে ধারণা করছেন সামরিক কর্মকর্তারা। তারা জানিয়েছেন, হামলাকারীদের এখনো খুঁজে বের করা সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

বিমানবাহিনীর সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র বলেছে, ‘জম্মু ও কাশ্মীরের পুঞ্চ বিভাগে ভারতীয় বিমানবাহিনীর একটি বহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। শাহিস্তারের বিমান ঘাঁটিতে গাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজন সেনা হতাহত হয়েছে।’

হামলার শিকার হওয়া সেনারা বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যাচ্ছিল। তখন তারা অতর্কিত হামলার মুখে পড়েন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App