×

আন্তর্জাতিক

ভারতীয় মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, যুক্তরাষ্ট্রে উদ্বেগ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৩ এএম

ভারতীয় মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, যুক্তরাষ্ট্রে উদ্বেগ!

ছবি: সংগৃহীত

   

সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে ২০১৯ সালে এমডিএইচ এর পণ্যের কয়েকটি ব্যাচ বাজার থেকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এই ব্যাকটেরিয়ার কারণে মারাত্মক খাদ্য বিষক্রিয়া হতে পারে।

ভারতের মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠান এমডিএইচ এবং এভারেস্টের গুড়া মশলায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান রয়েছে কিনা যে বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। উচ্চমাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়া গেছে এমন অভিযোগে সম্প্রতি হংকংয়ে ভারতীয় ওই দুই প্রতিষ্ঠানের মশলা বিক্রি বন্ধ করা হয়েছে। খবর রয়টার্সের। 

প্রতিবেদনটিতে বলা হয়, হংকংয়ে মাসের শুরুতে এমডিএইচ এর ৩ ধরণের রেডি মশলাগুড়া এবং এভারেস্টের একটি প্যাকেটজাত মাছের মশলার মিশ্রণ বিক্রি নিষিদ্ধ করেছে। সিঙ্গাপুরও এভারেস্টের ওই মাছের মশলার গুড়া বাজার থেকে তুলে নিতে বলেছে। বলেছে, প্যাকটজাত ওই গুড়া মশলায় উচ্চ মাত্রায় ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে যদি উচ্চমাত্রায় ইথিলিন অক্সাইড মানবদেহে প্রবেশ করে তবে তা থেকে ক্যান্সার হতে পারে। এর পরপরই যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা সংস্থা এফডিএ ভারতীয় ওই গুড়া মশলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা নিয়ে খোঁজখবর শুরু করে।

এ বিষয়ে জানতে রয়টার্স থেকে এমডিএইচ এবং এভারেস্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সারা দেয়নি।

ভারতে সবচেয়ে জনপ্রিয় রেডি টু কুক প্যাকেটজাত গুড়া মশলার মধ্যে এমডিএইচ এবং এভারেস্ট অন্যতম। ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার বিভিন্ন দেশেও এ দুই কোম্পানির মশলার ব্যাপক চাহিদা রয়েছে।

হংকং ও সিঙ্গাপুরে বিক্রি স্থগিত হওয়ার পর এখন ভারতের খাদ্য নিরাপত্তা সংস্থা দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) এই দুই কোম্পানির মশলার মান যাচাই করে দেখছে। এজন্য তারা ওই দুই কোম্পানি থেকে তাদের মশলার বিষয়ে তথ্য চেয়ে পাঠিয়েছে।

এর আগে ২০১৯ সালে এমডিএইচ এর পণ্যের কয়েকটি ব্যাচ বাজার থেকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেগুলোতে সালমোনেলা ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল। যে ব্যাকটেরিয়ার কারণে মারত্মক খাদ্যবিষক্রিয়া ঘটাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App