কঙ্গোতে হামলায় ২৫ বেসামরিক নিহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের একটি গ্রামে এক হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার ইতুরির বুনিয়া শহর থেকে ৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে গালায়ি গ্রামে হামলার ঘটনাটি ঘটে বলে সরকারি এক মুখপাত্র নিশ্চিত করেছেন। জাতিসংঘের এক নথিও হামলার ঘটনাটি নিশ্চিত করেছে।
স্থানীয় এক গ্রাম প্রধান ও সুশীল সমাজের এক নেতা রবিবার জানিয়েছেন, মিলিশিয়া গোষ্ঠী কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। কঙ্গোর সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে অনেকগুলো মিলিশিয়া গোষ্ঠী তৎপর রয়েছে, তাদের মধ্যে সিওডিইসিও অন্যতম।
স্থানীয় গ্রাম প্রধান বানজালা ড্যানি ও সুশীল সমাজের নেতা ভিতাল টুংগুলো রয়টার্সকে জানান, শনিবার ১০ জনের মৃতদেহ পাওয়ার পর রবিবার আরো ১৫ জনের মৃতদেহ পাওয়া যায়।
রয়টার্স জাতিসংঘের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন দেখেছে, সেখানে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি ইতুরি প্রদেশের গভর্নরের মুখপাত্র জুলেস নগোনগোও হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন।
উভয়েই ওই হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১০ জন নিহত হয়েছে। বিচারের মাধ্যমে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে।