ভেটো না দেয়ায় বাইডেনের ওপর চটেছেন নেতানিয়াহু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১২:৩৪ পিএম

ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের পর যুক্তরাষ্ট্রে প্রতি বেজায় চটেছে ইসরায়েল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবারের আনা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দিয়ে ভোটদানে বিরত ছিল। আর তাতেই চটেছে ইসরায়েল। খবর রয়টার্সের।
প্রস্তাবটি পাসের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা আগের অবস্থান থেকে স্পষ্টতই পিছু হটে গেছে।
গাজায় হামলা শুরু পর এ ঘটনায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে নেমে আসে। এতে দেশদুটির সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়সহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনে দুদেশের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সোমবার ভোটের পর নেতানিয়াহু এই সপ্তাহের ইসরায়েলের ওই প্রতিনিধি দলের ওয়াশিংটন সফর বাতিল করে দেন।
গাজায় মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগের মধ্যে এ বৈঠক স্থগিতের ঘোষণা নেতানিয়াহুকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তুলনামূলকভাবে নিরাপদ আশ্রয়স্থল রাফায় স্থল হামলার বিকল্প বিবেচনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার পথে একটি বড় বাধা।
এই ধরনের হামলার হুমকি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে । পাশাপাশি নেতানিয়াহুর এ পদক্ষেপ আগামীতে যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র সীমিত করতে পারে কিনা তা নিয়ে প্রশ্নে উঠেছে।