ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার সোনার খনিতে আটকা ১৩

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম

রাশিয়ার একটি সোনার খনিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে অবস্থিত ওই সোনার খনি ধ্বসে পড়ে ১৩ জন কর্মী আটকা পড়েছেন।
মঙ্গলবার (১৯ মার্চ) রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মুখপত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।
আমুরে অঞ্চলীক প্রশাসন জানিয়েছে, জেয়া জেলার পাইওনিয়ার সোনার খনি থেকে শ্রমিকদের উদ্ধারের জন্য সব ধরনের তৎপরতা শুরু করেছে জরুরি বিভাগ।
খনি শ্রমিকরা ১২৫ মিটার গভীরতায় আটকা পড়েছেন বলে জানা গেছে। তারা এতো গভীরে থাকার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
দেশটির জরুরিসেবা মন্ত্রণালয় জানায়, ২৫ জন উদ্ধারকারী তাদের উদ্ধারে কাজ করছে এবং একটি এমআই-৮ হেলিকপ্টার জরুরি পরিস্থিতিতে খনির কাছে অবস্থান করছে।