×

আন্তর্জাতিক

ওয়াশিংটনে বন্দুক হামলা নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০২:১০ পিএম

ওয়াশিংটনে বন্দুক হামলা নিহত ২

ছবি: সংগৃহীত

   
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশ জানায়, কেনেডি বিনোদন কেন্দ্রের সামনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়েই সেখানে যায় তাদের একটি দল। পরে গুলিবিদ্ধদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে। তাদের বয়স ৩২ বছর।

কে বা কারা গুলি চালিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে। 

একইসঙ্গে, প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাকে দ্রুত পুলিশের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানাতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে গত ১৬ মার্চ দেশটির পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘাতককে আটক করে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম আন্দ্রে গর্ডন (২৬)। আটকের আগে পেনিসিলভানিয়ায় পৃথক দুটি বাড়িতে ঢুকে সৎ মা ও বোনসহ তিনজনকে গুলি করে হত্যা করেন গর্ডন।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, দেশটিতে ২০২৪ সালের ১৭ মার্চ পর্যন্ত বন্দুক সহিসংতায় মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। এর মধ্যে নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে আহতের সংখ্যা ৫ হাজার ৯০০ জনের কাছাকাছি।

এভাবে বন্দুকের গুলিতে হতাহতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে গত জানুয়ারিতে ওয়াশিংটনে এসব অপরাধের হার কমাতে জননিরাপত্তা আইন পাস করে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App