×

আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার বলসোনারোর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম

ব্রাজিলে অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার বলসোনারোর
   

ব্রাজিলে অভ্যুত্থানের অভিযোগ উঠেছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর উপর। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন তিনি নিজে রাজনৈতিক নিপীড়নের শিকার।

তিনি বলেন, ‘এক বছরের বেশি সময় আগে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর থেকে আমি রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হচ্ছি।’

স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রাজিলের সাও পাওলোতে কয়েক হাজার সমর্থকের সামনে দেয়া বক্তব্যে বলসোনারো এসব কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা।

ব্রাজিলের সবশেষ নির্বাচনে বামপন্থী লুলা ডি সিলভার কাছে হেরে যান বলসোনারো। তবে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ওই সময় ব্রাজিলের সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালান কট্টর ডানপন্থী বলসোনারোর সমর্থকেরা। এটাকে অভ্যুত্থানের চেষ্টা হিসেবে দেখা হয়। এতে বলসোনারোর উসকানি রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সমাবেশে বলসোনারো বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। এ সময় তিনি অতীতকে ভুলে ব্রাজিলকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বাক্‌স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেন।

সমাবেশে এসেছিলেন আলেকজান্ডার ফ্রান (৫৩)। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালক তিনি। তিনি বলেন, ‘সমাবেশে অনেক মানুষ এসেছেন। কারণ, দেশের জন্য আমরা যা চাই, সেটা আমাদেরই প্রকাশ করতে হবে।’

৫৫ বছর বয়সী সামরিক কর্মকর্তা রোজারিও মোরগাদো বলেন, ব্রাজিলের রাজনীতিবিদেরা মানুষকে রাজপথে নামতে দেখতে ভয় পান। সেই প্রেক্ষাপটে এ সমাবেশ অভূতপূর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App