×

আন্তর্জাতিক

রাফায় হামলা চালানোর সিদ্ধান্তে অটল নেতানিয়াহু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ এএম

রাফায় হামলা চালানোর সিদ্ধান্তে অটল নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

   

গাজার রাফায় সেনা অভিযান চালানোর বিষয়ে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, রাফায় সেনা অভিযান না চালাতে সমালোচকরা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। তারা আসলে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজয় মেনে নিতে বলছেন।

শনিবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসকে নির্মূলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরই মধ্যেই নতুন করে ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক চাপ বা নতুন জিম্মি বিনিময় চুক্তির তোয়াক্কা না করেই রাফায় প্রবেশ করবে ইসরায়েলি সেনারা।

রাফায় অভিযান চালালে চরম ‘বিপর্যয়কর’ এক পরিস্থিতি সৃষ্টি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এ অভিযান না চালাতে ইসরায়েলকে চাপ দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। তবে শনিবার গণমাধ্যমে দেয়া একটি বক্তব্যে নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা যদি এটা (হামাস নির্মূল) অর্জন করেও ফেলি, তারপরও রাফায় প্রবেশ করব।’

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করে বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যত দিন আমার নেতৃত্বে থাকবে, তত দিন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির তীব্র বিরোধিতা করে যাব। ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে সন্ত্রাসবাদের জন্য সবচেয়ে বড় উপহার। আর এটা ভবিষ্যতের কোনো শান্তি চুক্তির জন্য বাধা হয়ে দাঁড়াবে।’

নেতানিয়াহু এমন সময়ে এ বক্তব্য দিলেন, যখন তেল আবিবে চলছে ইসরায়েলিদের তুমুল বিক্ষোভ। তাদের ভাষ্য, হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার ব্যবস্থা না করে তাঁদের ত্যাগ করেছে নেতানিয়াহু সরকার। জিম্মিদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে ইসরায়েলের আলোচনা আহ্বানও জানানো হয় বিক্ষোভে।

সর্বশেষ গত নভেম্বরে গাজায় ৭ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। সে সময় বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেয়া হয়। এরপর নতুন করে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তিতে যেতে সম্প্রতি মিসরের রাজধানী কায়রোয় বৈঠক বসে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App