×

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী করার শর্তে জোটে যেতে রাজি বিলাওয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

প্রধানমন্ত্রী করার শর্তে জোটে যেতে রাজি বিলাওয়াল
   

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী বানানোর শর্তে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দলের সঙ্গে পিপিপি সমঝোতায় রাজি হয়েছেন। প্রধানমন্ত্রীর পদ ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পিপিকে দেয়া হলে শেহবাজ শরিফের দলের সঙ্গে পিপিপি জোট সরকার গঠন করবে। পিএমএল-এনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এসব শর্ত দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

রবিবার (১১ ফেব্রুয়ারি) নিজ দলের নেতাদের পিপিপির এসব শর্তের কথা জানিয়েছেন শেহবাজ শরিফ। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল পিপিপি ও পিএমএল-এনের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, পিএমএল-এনের সঙ্গে পিপিপি জোট সরকার গঠনে রাজি হয়েছে। তবে বিলাওয়ালকে প্রধানমন্ত্রী বানানোর শর্ত দিয়েছে দলটি। পিএমএল-এনের নেতাদের শেহবাজ শরিফ বলেছেন, এসব শর্তের বিনিময়ে পাঞ্জাবেও পিএমএল-এনকে সরকার গঠনে সমর্থন জানাবে পিপিপি।

পিএমএল-এনের সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার রাতে দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ভবিষ্যৎ জোট সরকার নিয়ে আলোচনা করেছেন তারা। শনিবার দলটির একটি সূত্র জানায়, পিএমএল-এনের নেতারা কেন্দ্রের পাশাপাশি পাঞ্জাবেও ভবিষ্যৎ সরকার গঠনের বিষয়ে বিভিন্ন ধরনের বিকল্প নিয়ে আলোচনা করেছেন।

 এই বিষয়ে শনিবার শেহবাজ শরিফের নেতৃত্বে পিএমএল-এনের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিনেটর ইসহাক দার, খাজা সাদ রফিক, সরদার আয়াজ সাদিক, মরিয়ম আওরঙ্গজেব, মালিক মুহাম্মদ আহমদ খান, সিনেটর আজম নাজির তারার, আতাউল্লাহ তারার, খাজা ইমরান নাজির ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকার গঠনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন পিএমএল-এনের প্রেসিডেন্ট শেহবাজ শরিফ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে পিএমএল-এন বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হলেও নিজেরা সরকার গঠন করতে পারছে না। দেশটিতে সরকার গঠনের জন্য অন্যান্য রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের সহায়তা প্রয়োজন।

বৈঠকে নির্বাচনের ফলের সঙ্গে প্রত্যাশার কোনও মিল না থাকায় পিএমএল-এনের নেতারা বিস্ময় প্রকাশ করেন বলে দলটির সূত্র জানিয়েছে। তারা বলেছেন, ‘‘নির্বাচনের ফলাফল তাদের প্রত্যাশার তুলনায় একেবারে ভিন্ন। নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ এবং অন্যান্য পিএমএল-এন নেতারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। একই সঙ্গে দলের শীর্ষ নেতারা জনসভা, মানুষের দ্বারে-দ্বারে প্রচারণা, গণপ্রচারণা ও ভোটারদের সাথে সরাসরি যোগাযোগের দিকে খুব বেশি মনোযোগ দেয়নি, বিশেষ করে নির্বাচনের দিনে।’’

নির্বাচনের তিনদিন পর পাকিস্তানের জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করেছে রোববার। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন জিতেছেন। যার মধ্যে ৯৬টি আসনে জিতেছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসনে জয় পেয়েছে।

এছাড়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। করাচি-ভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ১৭টি আসন জিতেছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনে গত ৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হয় এবং সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দল বা জোটকে ১৩৪টি আসন পেতে হবে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের একটি আসনের ভোট বাতিল করা হয়েছে এবং পাঞ্জাবের অন্য একটি আসনের ফলাফল স্থগিত করা হয়েছে।

কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলো জোট গঠনে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত বিলাওয়াল ভুট্টো জারদারির সাথে জোট করাই পিএমএল-এনের প্রথম বিকল্প। কিন্তু পিপিপি জোট সরকার গঠনের ক্ষেত্রে পিএমএল-এনের কাছে প্রধানমন্ত্রীর পদ দাবি করেছে। তবে এই বিষয়ে পিএমএল-এন এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App