ইসরায়েলি বন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী।
হুথি বিদ্রোহীরা বলেছেন, গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের ইসরায়েল-বিরোধী অভিযান চলবে।খবর রয়টার্সের।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত শুক্রবার ইসরায়েলের ইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এক বিবৃতিতে হুথি বলেছে, আমরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি।
ওদিকে ইহুদিবাদী ইসরায়েলের দাবি, এইলাত বন্দরে পৌঁছার আগে তারা একটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগরের আকাশে বিধ্বস্ত করেছে।
ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।