গাজা থেকে এক চতুর্থাংশ সেনা প্রত্যাহার করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধরত ইসরায়েলের ৪ ডিভিশনের মধ্যে ১ ডিভিশনের সেনাদের ইতিমধ্যে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ৩৬ নং ডিভিশনের সেনাদের ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। এরফলে গাজায় যুদ্ধ করার জন্য ৩টি ডিভিশন এখনো রয়ে গেছে।
৩৬ নং ডিভিশনে কত সেনা রয়েছে সে বিষয়টি উল্লেখ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিপুল সংখ্যক সেনা গাজা থেকে বের গেছেন বা বের হয়ে যাচ্ছেন। খবর টাইমস অব ইসরায়েলের।
সাধারণত একটি ডিভিশনে ১০ থেকে ১৫ হাজার সেনা থাকেন। ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল। এই ডিভিশনের সেনাদের বিশ্রামের জন্য কিছুদিন সময় দেয়া হবে। এরপর তারা প্রশিক্ষণে যোগ দেবেন। প্রশিক্ষণ শেষে প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবে তাদের পুনরায় কোথায় মোতায়েন করা হবে।
গাজার উত্তরাঞ্চলে ৩৯ নং ডিভিশনের পাশাপাশি ১৬২ নং ডিভিশন যুদ্ধ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর ৯৯ ডিভিশন গাজার মধ্যাঞ্চলে মোতায়েন কারা হয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের খান ইউনিসে রয়েছে ৯৮ ডিভিশন।