ঠান্ডা মাথায় চার বছরের ছেলেকে খুন করলেন মা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম

গোয়ায় সার্ভিস অ্যাপার্টমেন্টে চার বছরের ছেলেকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সূচনা শেঠ (৩৯) নামের এক নারী। শিশুর দেহ ব্যাগে ভরে পালাচ্ছিলেন। চালকের তৎপরতায় গ্রেপ্তার হন তিনি।
গত শনিবার উত্তর গোয়ার ক্যান্ডোলিমে একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠেছিলেন সূচনা । সঙ্গে ছিল ছেলে। সোমবার সকালে সেই হোটেল ছাড়েন। তখন সঙ্গে ছিল না ছেলে। তাতেই সন্দেহ হয় হোটেলকর্মীদের।
হোটেলকর্মীদের বেঙ্গালুরু পর্যন্ত যাওয়ার জন্য একটি ক্যাব বুক করে দিতে বলেন সূচনা। কর্মীরা তাকে বিমান ধরার পরামর্শ দেন। তবে তিনি ক্যাবে করেই হোটেল চাড়েন।
সূচনা সার্ভিস অ্যাপার্টমেন্টের ঘর ছেড়ে বার হওয়ার পর কর্মীরা সেখানে রক্তের দাগ দেখতে পান। কর্মীরা গোয়া পুলিশকে খবর দেন। ওই ক্যাবের চালকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তার মাধ্যমে সূচনার সঙ্গে কথা বলেন।
সূচনাকে ছেলের বিষয়ে জিজ্ঞেস করে পুলিশ। তিনি জানান, ছেলে এক বন্ধুর সঙ্গে রয়েছে। সেই ব্যক্তির ঠিকানাও দেন। পুলিশ খোঁজ নিয়ে দেখে, ওই ঠিকানার কোনও অস্তিত্ব নেই।
এর পর আবার চালককে ফোন করে পুলিশ। তাকে গোটা ঘটনা পুলিশ জানায়। চালক পুলিশকে জানান, তিনি কর্নাটকের চিত্রদুর্গ জেলায় প্রবেশ করেছেন। সূচনা যাতে বুঝতে না পারেন, তাই চালকের সঙ্গে স্থানীয় কঙ্কণী ভাষায় কথা বলা শুরু করেন।
কঙ্কণী ভাষায় চালককে নিকটবর্তী থানায় গাড়ি নিয়ে যেতে বলে পুলিশ। সেই মতো সূচনাকে টের পেতে না দিয়ে চালক সোজা আইমঙ্গলা থানায় গাড়ি নিয়ে চলে যান। সেখানে প্রস্তুত ছিল পুলিশ।
সূচনাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে তেমন কিছুই জানতে পারেনি পুলিশ। এর পর তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগ খুলতেই দেখা যায়, সেখানে রয়েছে চার বছরের শিশুর রক্তাক্ত দেহ। এর পরেই সূচনাকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু হঠাৎ কেন এই কাণ্ড বাধালেন সূচনা? উত্তর গোয়ার পুলিশ সুপার নিধিন ভালসান জানিয়েছেন, স্বামীর সঙ্গে তার বিচ্ছেদের প্রক্রিয়া শেষের পথে। আদালতের নির্দেশে অখুশি ছিলেন সূচনা। মনে করা হচ্ছে, ছেলে হাতছাড়া হতে পারে আশঙ্কাতেই তিনি খুন করেন। সূচনার স্বামী এখন ইন্দোনেশিয়ায় থাকেন। তিনি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ডেভলপার। শিশুটির খুনের বিষয়ে তাঁকে জানিয়েছে পুলিশ। দেশে ফিরে আসতেও বলা হয়েছে।