কাসেম সোলায়মানিকে হত্যার মূল হোতা ট্রাম্প ও পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম
-659a975a18063.jpg)
ইরানের রাজধানী তেহরানে শহীদ সোলেইমানির স্মরণে একটি সেমিনারে ভাষণ দিতে গিয়ে, ইরানের মানবাধিকার হাই কাউন্সিলের সেক্রেটারি-জেনারেল কাজেম ঘারিবাদি বলেন, ‘শহীদ সোলাইমানি এই অঞ্চলের একজন মহান সামরিক কৌশলবিদ ছিলেন। তার কৌশলগুলো সর্বদা সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সফল ছিল।’
আইএসআই এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সৃষ্টি। যুক্তরাষ্ট্র আইএসআইকে মোকাবেলা করতে এই অঞ্চলে একটি জোট গঠন করেছিল, কিন্তু এটি শেষ পর্যন্ত তাদের জোট ব্যর্থ হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র ইসলাম ও মুসলমানদের বিতর্কিত করতে আইএসআই সৃষ্টি করেছে এবং তাদের সমর্থন দিয়েছে।
কাজেম ঘারিবাদি আরো বলেন, সোলায়মানিকে হত্যার পেছেনে ট্রাম্প ও পম্পেওই দায়ী।