বেতন বাড়িয়ে স্বাস্থ্যকর্মীদের পুরস্কৃত করলো ফ্রান্স

nakib
প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০১:৫৫ পিএম

ফাইল ছবি
করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসার পর ফ্রান্স করোনাযোদ্ধাদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। দেশটির ইতিহাসে সর্বোচ্চ বেতন বৃদ্ধির প্রকল্প নেয়া হয়েছে। সে জন্যে ৯ বিলিয়ন ডলার অনুমোদন দেয়া হয়েছে।
সপ্তাহব্যাপি অলোচনার পর সোমবার ট্রেড ইউনিয়নের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ফলে মাসে স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়বে প্রায় ১৮৩ পাউন্ড। করোনা বিপর্যয়ের সময় স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টা পুরো ফ্রান্সে অনেক বেশি আলোচিত ছিল। তবে শুধু প্রশংসা নয় স্বাস্থ্যকর্মীরা বেতন বৃদ্ধি ও হাসপাতালের অর্থায়ন বৃদ্ধি দাবি জানিয়েছিলেন।
দেশটি যখন করোনামুক্ত হয়ে উৎযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই এ ঘোষণা এসেছে। মহামারির সময় তাদের অবদান স্বীকার করে উৎযাপন করতে সারাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৩০ হাজারের বেশি মানুষের।