মোবাইলের আলোতে করোনার অন্ধকার দূর হবে

nakib
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৪:৫৪ পিএম

নরেন্দ্র মোদি
ভারতে করেনা ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন ধরণের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে শুক্রবার (৩মার্চ) এক ভিডিও বার্তায় মোদি দেশটির ১৩০ কোটি জনতাকে ভিন্নধর্মী এক কর্মসূচির আহ্বান জানিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) করোনা ভাইরাসের অন্ধকার থেকে মুক্তি পেতে এবং দেশব্যাপি সংহতি প্রকাশ করতে রাত ৯টায় নয় মিনিটের জন্য লাইট অফ রেখে ল্যাম্প বা মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে রাখতে আহ্বান জানান।
রাতে দরজায় বা বেলকোনিতে দাঁড়িয়ে ব্যাতিক্রমী এ আলোক প্রজ্জলনের আহ্বান জানিয়ে মোদি বলেন, আমাদের সবাইকে একত্র হয়ে করোনা ভাইরাসের অন্ধকারকে চ্যালেঞ্জ করতে হবে। এ সময় তিনি নাগরিকদের বাহিরে বা রাস্তায় না এসে গৃহে অবস্থানের আহ্বান জানান।
উল্লেখ্য, ভারতে ২১ দিনের লকডাউনের ১০ম দিন চলছে। এখন পর্যন্ত দেশটিতে ৫৬ জনের প্রণহানি ঘটে এবং ২ হাজার ৩০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়।