
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৫:১৩ এএম
আরো পড়ুন
ইতালির বোলোনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০১৮, ১১:১৮ এএম

ইতালির বোলোনিয়া বিমানবন্দরের কাছে দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। সোমবারের (৬ আগস্ট) এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭০ জন। পুলিশ বলছে, বিস্ফোরণের পর আশপাশের এলাকা কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরে যাওয়ার সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের রবাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দাহ্যবস্তু বহনকারী একটি লরি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেখানেকার ব্রিজের কিছু অংশ ধসে পড়ে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
একইদিনে দক্ষিণ ইতালীর পুগলিয়া অঞ্চলে আরেকটি দুর্ঘটনায় ১২ অভিবাসী শ্রমিক নিহত হন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ইতালির বোলোনিয়া বিমানবন্দরের কাছে দুই ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। সোমবারের (৬ আগস্ট) এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭০ জন। পুলিশ বলছে, বিস্ফোরণের পর আশপাশের এলাকা কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর বিমানবন্দরে যাওয়ার সড়কটি বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমের রবাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দাহ্যবস্তু বহনকারী একটি লরি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সেখানেকার ব্রিজের কিছু অংশ ধসে পড়ে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
একইদিনে দক্ষিণ ইতালীর পুগলিয়া অঞ্চলে আরেকটি দুর্ঘটনায় ১২ অভিবাসী শ্রমিক নিহত হন।