
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৫:০৭ পিএম
আরো পড়ুন
বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১২:২৩ পিএম

ইরাকের বাগদাদে একটি শিয়া মসজিদে পৃথক বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, বুধবার রাতে এশার নামাজের সময় বাগদাদের একটি শিয়া মসজিদে পর পর দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদটির পুরোপুরি ভবন ধ্বংস হয়ে যায়। মসজিদটিতে অর্ধশত মানুষ নামাজ আদায় করছিল বলে জানা গেছে। হামলার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ইরাকের বাগদাদে একটি শিয়া মসজিদে পৃথক বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, বুধবার রাতে এশার নামাজের সময় বাগদাদের একটি শিয়া মসজিদে পর পর দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদটির পুরোপুরি ভবন ধ্বংস হয়ে যায়। মসজিদটিতে অর্ধশত মানুষ নামাজ আদায় করছিল বলে জানা গেছে। হামলার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।