নতুন স্যাটেলাইট এক্সপোস্যাট উৎক্ষেপণ করলো ভারত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১১:০১ এএম

ছবি: সংগৃহীত
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো স্যাটেলাইট এক্সপোস্যাট উৎক্ষেপণ করেছে। এটি ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যা বিশ্বে দ্বিতীয়। এ ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে মহাকাশে কেবল নাসাই পাঠিয়েছে।
মহাকাশে গবেষণা ও পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হবে এই স্যাটেলাইট। এছাড়া এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাহাকাশের ৫০টি নক্ষত্রের পর্যবেক্ষণ ও এগুলো নিয়ে গবেষণা করবেন ইসরোর গবেষকরা। খবর আনন্দবাজারের।
বছরের প্রথম দিনটিকে এ কাজের জন্যই বেছে নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভির পিঠে চেপে রওয়ানা হয় এক্সপোস্যাট। পিএসএলভির এটি ৬০তম মহাকাশ যাত্রা।