×

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীই জিম্মিদের হত্যা করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ এএম

ইসরায়েলি বাহিনীই জিম্মিদের হত্যা করেছে

নিহত তিন জিম্মি

   

গাজায় জিম্মিদের হত্যার পেছনে ইসরায়েল তাদের নিজেদের সেনাদেরই দায়ী করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) সেনারাই এ হত্যাকান্ডের পেছনে জড়িত ছিলেন। তারা অভিযানের সয়ম আইডিএফের প্রচলিত নিয়ম মেনে অভিযানি পরিচালনা করেননি।

জিম্মিরা স্পষ্ট হিব্রু ভাষায় তাদেরকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। এসময় আইডিএফ সেনারা তাদের কাছে আসে এবং একজন ইসরায়েলি স্নাইপার জিম্মিদের মধ্যে ২ জনকে গুলি করে হত্যা করে। এসময় সাথে থাকা তৃতীয় জিম্মি কাছাকাছি একটি বিল্ডিংয়ে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। কিন্তু ইসরায়েলি স্নাইপার সন্ত্রাসী বলে চিৎকার করে তৃতীয় ওই জিম্মির উপরেও গুলি চালায়। ফলে মৃত্যু হয় ওই জিম্মিরও। খবর আনোদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়; এটিই প্রথমবার নয়, এর আগেও আইডিএফ সেনারা একাধিকবার এরকম ঘটনা ঘটিয়েছে। এবারের ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জিম্মিদের উপর হামলার ঘটনার দায় মেনে নিয়ে তাদের সেনাদের ভুল স্বীকার করেছে। এটাকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ ফায়ার বলা হলেও আইডিএফ সেনাদের এমন আচরণের ফলে ইসরায়েলে নিন্দার ঝড় উঠেছে।

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার গাজায় ৩ ইসরায়েলি জিম্মিকে নিজেরাই গুলি করে হত্যা করে। প্রাথমি তদন্তে সেনাদের দোষী ঘোষণা করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতরা নিয়মের বাইরে থেকে অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

এ সপ্তাহের শুরুতে আইডিএফ স্বীকার করেছে যে, অক্টোবরের শেষের দিকে গাজায় স্থল অভিযান শুরুর পর উপত্যকায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ অন্তত ২০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

আইডিএফ জানিয়েছে, ‘তিনজন জিম্মি ওই এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতিতে কয়েক মিটার দূরের একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন হাতে সাদা পতাকা বহন করছিলেন। জিম্মিরা হিব্রু ভাষায় সাহায্যের জন্য চিৎকার করে ইসরায়েলি বাহিনীর কাছে ছুটে আসলে একজন ইসরায়েলি স্নাইপার তাদের মধ্যে দুজনকে গুলি করে হত্যা করে, তৃতীয়জন কাছের একটি ভবনে পালিয়ে আশ্রয় নেয়। স্নাইপার তখন সন্ত্রাসী বলে চিৎকার করলে ইসরায়েলি বাহিনীর একটি দল ভবনটির দিকে অগ্রসর হয়। এসময় ভেতরের বন্দীকে তারা হিব্রু ভাষায় সাহায্যের জন্য চিৎকার করতে শোনে (আমাকে বাঁচান)। ওই বাহিনীর নেতা জিম্মিকে বেরিয়ে আসতে বললে সে ভবন থেকে বেরিয়ে আসে। এসময় ইসরায়েলি স্নাইপার তাকে গুলি করে হত্যা করে।

২৭ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরুর পর অন্তত ১০৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ২০ জনই ‘ফ্রেন্ডলি ফায়ারে’ নিহত হন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর অন্তত ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ৫১ হাজার আহত হয়েছেন। হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০০ জনে। ধারণা করা হচ্ছে গাজায় হামাসের হাতে এখনও অন্তত ১৩০ ইসরায়েলি জিম্মি আটক রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App