যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে দুইটি শর্ত দিয়েছে হামাস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ এএম

ছবি: বিবিসি
গাজায় নতুন করে যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে হামাসের । এ আলোচনায় মধ্যস্থতা করছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র। ইসরায়েল এবং হামাস দুইপক্ষই নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি কার্যকর করতে চায়। কিন্তু কিভাবে এ চুক্তি কার্যকর করা হবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো মতাক্য হয়নি। খবর রয়টার্সের।
রবিবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবিদনে জানানো হয়, যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাস দুইটি শর্ত দিয়েছে ইসরায়েলকে। একটি হলো, জিম্মিদের মুক্তি দেয়ার তালিকা হামাস নিজেরাই করবে। অন্যটি হলো, ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) সেনাদেরকে অবিলম্বে পূর্ব নির্ধারিত অবস্থানে ফিরে যেতে হবে।
ইসরায়েল হামাসের তালিকা তৈরির শর্তে রাজি হয়েছে, তবে এজন্য তারা একটি নির্দিষ্ট সময়সীমা এবং জিম্মিদের তালিকা দেখানোর দাবি জানিয়েছে। কিন্তু আইডিএফ সেনাদের পূর্ব নির্ধারিত অবস্থানে ফিরে যাওয়ার শর্তকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
গত শুক্রবার গাজায় ভুলক্রমে ৩ জিম্মিকে গুলি করে হত্যা করে আইডিএফ। ওই জিম্মিদের মৃত্যুরর ঘটনায় ইসরায়েলের অভ্যন্তরে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর চাপ সৃষ্টি হয়। এরপরই হামাসের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল।
চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কাতার অনুরোধ জানিয়েছে, গাজায় ত্রাণ পৌছানোর ক্ষেত্রে ইসরায়েল যেন আরো বেশি সহায়তা করে। ত্রাণ পৌছাতে অন্তত একটি হলেও বর্ডার ক্রসিং খুলে দেয়।