ইসরাইলের স্পর্শকাতর স্থানে ইয়েমেনের ড্রোন হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

Yemeni Drone attack in Israel
ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।
এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।
তিনি বলেছেন, ইসরাইলের ইলাত বন্দর এলাকায় গত শনিবার বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।
তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণার আহ্বান জানান।
ইয়েমেনি বাহিনী এমন সময় ইসরাইলে ড্রোন হামলা চালালো যখন একদিন আগে গত শুক্রবারও তারা সাগরে ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে।
এর আগে ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।