×

আন্তর্জাতিক

আরও দুইটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

আরও দুইটি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা
   

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে আবারও ২টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন হুতি গোষ্ঠী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এসব হামলা চালায় হুতিরা। হুতির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, আটক জাহাজ ২টি ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছিল।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মেরিন সেনারা এমএসসি আলানিয়া ও এমএসসি পালেসিয়াম নামের দুইটি জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। জাহাজ দুটি ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল। দুটি মেরিন রকেট দিয়ে জাহাজ দুটিতে আঘাত হানা হয়। ইয়েমেনের মেরিন বাহিনীর ডাকে ও কড়া হুঁশিয়ারি বার্তায় সাড়া না দিলে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাহাজে হামলার বিষয় নিশ্চিত করে জানিয়েছেন, হামলায় জাহাজগুলোতে আগুন ধরে যায়। লোহিত সাগরের জাহাজ চলাচলের জলপথে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে বিবেচনায় বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। তারা তাদের সীমান্ত থেকে হাজার কিলোমিটার দূরে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে।

হুতিরা জানিয়েছে, গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ চলছে তাতে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনের লক্ষ্যে এ হামলা চালাচ্ছেন তারা। ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত এসব হামলা চলবে বলে জানিয়েছেন তারা।

এদিকে শুক্রবার ডেনিশ শিপিং কোম্পানি এ. পি. মোলার-মেয়ার্স্ক শুক্রবার রয়টার্সকে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তারা লোহিত সাগর পথে সব কন্টেইনার শিপমেন্ট বন্ধ রাখার ঘোষণা করেছে।

শুক্রবার হুতিদের তৎপরতা নিয়ে প্রশ্নে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান উদ্বেগ প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App