×

আন্তর্জাতিক

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পিএম

জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ছবি: রয়টার্স

   

ফিলিস্তিনের গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বেশিরভার সদস্য রাষ্ট্র সমর্থন জানালেও এতে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে শুক্রবার  যুদ্ধবিরতির এ প্রস্তাব তোলে সংযুক্ত আরব আমিরাত। খবর রয়টার্সের।

গাজা উপত্যাকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা ওই প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ভোটাভুটির জন্য তোলা প্রস্তাবটি বেশিরভাগ সদস্য রাষ্ট্র সমর্থন করলেও যুক্তরাষ্ট্রের ভেটোতে সেটি ভেস্তে যায়।

এর আগে গাজার পরিস্থিতিকে ‘অমানবিক ও দুঃস্বপ্নের’ বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস। গাজার কোনো এলাকাই এখন আর বেসামরিকদের জন্য নিরাপদ নয় বলে ঘোষণা করেছেন তিনি।

এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য রাষ্ট্র সমর্থন জানায়। কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো দেয়ার কারণে সেটি আর কার্যকর হয়নি।

শুক্রবার হওয়া ভোটে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয়। রাশিয়া, চীন ও ফ্রান্স এ ৩ স্থায়ী সদস্য রাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের ১০ অস্থায়ী সদস্য রাষ্ট্রের সবাই প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভোট দানে বিরত থাকে ব্রিটেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি রাষ্ট্রদূত রবার্ট উড পরিষদকে দেয়া ব্যাখ্যায় বলেন, ‘টেকসই নয় এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে, যেটি পরবর্তীতে আবারও যুদ্ধের বীজ বপণ করবে। আমরা এধরনের প্রস্তাব সমর্থন করি না।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির বিরোধিতা করে বলেছে, এটি শুধু হামাসকে সুবিধা দেবে, ৭ অক্টোবরের প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলার জন্য ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিজ্ঞা করেছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত এল রেশিক, যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়াকে ‘অমানবিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি এর নিন্দা জানান।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বিবৃতিতে বলেছেন, ‘সব জিম্মিদের ফিরিয়ে আনা হলে এবং হামাস পুরোপুরি ধ্বংস হলেই কেবলমাত্র একটি যুদ্ধবিরতি সম্ভব’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App