কর্নাটকে শস্যের স্তূপের নিচে ১০ শ্রমিক চাপা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ এএম

ছবি: আনন্দবাজার
ভারতের কর্ণাটকে শস্য বস্তার স্তূপের নিচে চাপা পড়েছেন ১০ জন শ্রমিক।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে কর্ণাটক রাজ্যের বিজয়পুরে একটি ভুট্টা প্যাকেট করার গুদামে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত তিন কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজারের।
পুলিশ জানিয়েছে, গুদামটিতে শস্য প্যাকেট করার কাজ করা হয়। দুর্ঘটনার সময় সেখানে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। গুদামে সারিকরে শস্যভর্তি বস্তা সাজিয়ে রাখা ছিলো। হটাৎ ৪ সারির সব বস্তা ধ্বসে পরলে বস্তার স্তুপের নিচে চাপা পড়েন ১০ শ্রমিক।
পুলিশ আরো জানায়, তিন শ্রমিককে স্তুপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে পুলিশ।